'দূরবীন' এর নতুন মিউজিক ভিডিও "নাই ভরসা"
এবারের বৈশাখে শহীদের সুরে মুক্তি পেলো ‘দূরবীন’ ব্যান্ডের "এক নিঃশ্বাসের নাই ভরসা" গানটি।গানটি লিখেছেন ‘দূরবীন’ ব্যান্ডের কর্ণধার শহীদ ও হুমায়ূন।সুর করেছেন কণ্ঠশিল্পী শহীদ নিজেই।বরাবরই "এক নিঃশ্বাসের নাই ভরসা" গানটির সাথে থাকছে মিউজিক ভিডিও। অসাধারন! শহীদের লেখা গানটি মানুষের মনে আলাদা অনুভুতি সৃষ্টি করবে ও জীবনকে নতুন করে ভাবতে শিখাবে।
বরাবরই "এক নিঃশ্বাসের নাই ভরসা" গানটির সাথে থাকছে মিউজিক ভিডিও। দেশের ঢাকা, মাওয়া এবং নরসংদী তিনটি স্থানে মিউজিক ভিডিওর শুটিং চলে। যার মডেল হয়েছেন 'দূরবীন ব্যান্ডের' মেম্বারগণ নিজেই।"এক নিঃশ্বাসের নাই ভরসা" গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস’-এর ইউটিউব চ্যানেলে। ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস’ বাংলা গানের একটি প্লাটফর্ম। যার মূল লক্ষ্য বাংলা ব্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। "এক নিঃশ্বাসের নাই ভরসা" গানটি শুনতে ইউটিউব লিংক : https://goo.gl/fSPkAe গিয়ে শুনতে পারেন।
গানটি সম্পর্কে শহীদ বলেন, কথা ও সুরে আলাদা আবেদন খুঁজে পাবেন শ্রোতারা। আশা করছি ‘‘এক নিঃশ্বাসের নাই ভরসা" গানটি শ্রোতাদের হৃদয় কেড়ে নেবে এবং শ্রোতারা এই গানে নতুন কিছু পাবেন।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেন জনপ্রিয় ভিডিও নির্মাতা রাইসুল ইসলাম (অনিক) ও ক্যামেরায় ছিলেন আরমান। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন 'দূরবীন' ব্যান্ডের মেম্বারগণ নিজেই।