শিল্প-সাহিত্য
প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উপলক্ষে আবৃত্তি উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক আবৃত্তি চর্চার সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।