img

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকায় দাফন করা হবে বলে জানিয়েছেন এরশাদের ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। 

মঙ্গলবার সকালে ঢাকার সিএমএইচ থেকে এরশাদের কফিন রংপুরে নিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘এরশাদের শেষ ইচ্ছা অনুযায়ী বনানীতে সামরিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।’

এ দিকে এরশাদকে রংপুরে সমাহিত করার দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছেন জাপার রংপুর-রাজশাহী বিভাগের নেতাকর্মীরা। 

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রংপুর মহানগর জাতীয় পার্টি সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উত্তরাঞ্চলের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদকে লালন করে রেখেছিল। তাই আমরা চাই তার সমাধি রংপুরে হোক। 

এই বিভাগের আরও খবর