img

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান এর মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সংগীতশিল্পী লুৎফর হাসান। এরপর অসংখ্য জনপ্রিয় গান এসেছে তার কণ্ঠ থেকে।

এবার এপ্রিলের শেষে এসে নতুন আরেকটি গান মুক্তি পেল তার। কে গো তুমি হায় শিরোনামের এই গানের কথা লিখেছেন লুৎফর হাসান নিজেই সুর করেছেন এবং গেয়েছেন তিনি।

 

আর মুক্তি দেওয়া হয়েছে তার নিজস্ব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের নিজস্ব চ্যানেলে। গানের সঙ্গীত করেছেন মার্শেল। 

 

‘ও বুড়িগঙ্গা হাওয়া, ও আমার যমুনা জল, ও আমার পালতোলা নাও, ও আমার ফুল শতদল, তুমি কে গো, কে গো তুমি,  কে গো তুমি হায়
তোমাকে চিনতে আমার বেলা বয়ে যায়’- এমন কথার গানে একজন সাধনার মানুষকে উপজীব্য করে লেখা। যাকে চেনার চেষ্টা চলে জনম জনম, তবু চেনা হয়ে ওঠে না।

 

রাত শেষ হয়, দিন আসে, নদী থেকে সমুদ্রে শত সহস্র কিউসেক জল গড়িয়ে যায়- তবু চেনা হয়ে ওঠে না- এমনটাই কালের কণ্ঠকে বলছিলেন গায়ক লুৎফর হাসান।

 

এ বিষয়ে লুৎফর হাসান কালের কণ্ঠকে বললেন,  ‘‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো- এই গান আমাকে বিপুল পরিচয় দিয়েছে। তবে গানের জগতে আমার আরো কিছু কিছু গান রয়েছে যেসব ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিছুদিন আগে ‘আমি এমন কেউ না’ শিরোনামের একটা গান হঠাৎ করেই মানুষের বেশি ভালো লাগার হয়ে ওঠে।

 

অথচ এটা রিলিজ করেছিলাম অনেক আগেই।’’

 

এই গান ধীরে ধীরে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে- ভক্তদের ভাষ্য দিয়ে এমনটাই জানিয়ে গায়ক বললেন বলেন, ‘‘এমন বেশ কিছু গান রয়েছে। ঠিক ‘কে গো তুমি হায়’ গানটাও এমনই একটা গান, যেটা ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেবে, বারবার শুনবে; তারপর আরো মানুষের কাছে পৌঁছবে- আমি নিজে বলছি না- আমাকে শ্রোতারা জানাচ্ছেন। এই গানটাও ধীরে বহু মানুষের কাছে পৌঁছে যাবে তারা বলছেন। এখন দেখা যাক।

’’

লুৎফর হাসান গায়ক, কথাসাহিত্যিক ও কবি। সবকিছুর পাশাপাশি গান নিয়মিতভাবেই করে যাচ্ছেন। নিজস্ব ইউটিউব চ্যানেলেও তার গান রিলিজ করছেন। গান প্রসঙ্গে লুৎফর হাসানের ভাষ্য, ‘আমি লিখতে পছন্দ করি। আমি লিখে যাই। কখনো কোনো কিছু লিখতে গিয়ে তাতে সুর চলে আসে, আমি তাতে সুর দেই। এভাবেই আমার একেকটা গান হয়ে ওঠে। চেষ্টা করি নিয়মিতভাবে গান রিলিজ করার।’

‘কে গো তুমি হায়’ গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ইউটিউবের মন্তব্য বাক্সে গান সম্পর্কে শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এই বিভাগের আরও খবর