img

ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তামিমের সেঞ্চুরির দিনে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে ১০ উইকেটে।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য ছিল মাত্র ১৩০ রানের। সেই রান টপকে যায় মাত্র ১৮.৩ ওভারে।

যেখানে তামিম একাই খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। ১০ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৯ বলে করেন সেঞ্চুরি। 

 

আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসানদের তোপে স্রেফ ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স। সহজ লক্ষ্যে সাইফ হাসানকে নিয়ে ওপেন করতে নামেন তামিম।

১০৩ রানই এসেছে তামিমের ব্যাটে। সাইফ করেছেন ৫৩ বলে ২৬ রান।

 

লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। প্রায় দুই বছর ও ৪৬ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।

২০২৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১০৬ রান করেছিলেন তিনি।

 

লিগে এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে তানজিদের সংগ্রহ ৩৮৪ রান। ধারাবাহিকভাবে ঝোড়ো ব্যাটিংয়ে ১৪৩.২৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন।

তানজিদের ইনিংসে বড় জয়ে ৯ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রূপগঞ্জ, সুপার লিগ নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেছে তারা।

এই বিভাগের আরও খবর