‘বরবাদ’-এর পরিচালক ও সিনেমাটোগ্রাফারের ‘ভুল-বোঝাবুঝি’

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’ দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। রাজধানী থেকে শুরু করে রাজধানীর বাইরেও সিনেমাটি দেখতে সিনেমাহলে উপচে পড়ছে দর্শক।
এরমধ্যে রবিবার সকালে সিনেমাটির ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি আপত্তি জানান। তার দাবি, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই।
শুধু তাই নয়, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তারই প্রধান ভূমিকা। অথচ চূড়ান্ত ক্রেডিট থেকে তাকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের রাজু রাজকে।
তিনি আরো লিখেছিলেন, আমি আমার শতভাগ এফোর্ট এবং সৃজনশীল সিদ্ধান্তের মাধ্যমে বরবাদ সিনেমাটা তৈরি করেছিলাম। পুরো ছবিতেই আমার সৃজনশীল ভূমিকা ছিল।
কিন্তু যখন আমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা হয় এবং আমার আবেগ, প্রতিশ্রুতি দিয়ে যা তৈরি করেছি তার কৃতিত্ব যখন অন্য কেউ নেয়, তখন এটা খুবই হতাশাজনক।
যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়। এরপর আরো একটি স্ট্যাটাস দেন শৈলেশ আওয়াস্থি, যেখানে তিনি জানান, সিনেমাটির পরিচালকের সঙ্গে কথা হয়েছে এবং পুরোটাই ছিল তাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি।
এই বিষয়ে ‘বরবাদ’ পরিচালক কালের কণ্ঠকে বলেন, ‘আমার সিনেমার প্রধান সিনেমাটগ্রাফারই হচ্ছে শৈলেশ আওয়াস্থি।
যেহেতু আমরা সিনেমাটির বেশিরভাগ শুটিংই মুম্বাইতে করেছি সে অংশটুকুর ডিওপি তিনিই ছিলেন। এর বাইরে বাংলাদেশে জাস্ট অল্প একটু দৃশ্য ছিল যেটার ডিওপি ছিলেন রাজু রাজ। তবে ‘বরবাদ’ এর প্রধান ডিওপি শৈলেশ আওয়াস্থিই। যেহেতু সিনেমাটি মুক্তির আগে নানাবিধ ঝামেলা ছিল সেসময় তাড়াহুড়ো করে সবকিছু করায় এবং ডিসিপি রিসিভ করার সময় ভুলবশত সেখানে তার নামটি মিস হয়ে যায়। সেটি আর তখন খেয়াল করা হয়নি।
এছাড়া একদম শুরু থেকেই ডিওপি হিসেবে সবখানে আমরা তার নাম মেনশন করে এসেছি। যেটা হয়েছে সেটা একদমই ভুলবশত।’
এই বিষয়ে জানতে শৈলেশ আওয়াস্থির সঙ্গে যোগাযোগ করা হলে মুম্বাই থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ইস্যু ছিল সেটির সমাধান হয়ে গেছে।’
মেহেদি হাসান হৃদয়ের ওপর কোনো অভিযোগ নেই জানিয়ে এই সিনেমাটগ্রাফার আরো বলেন, ‘হৃদয়ের ওপর আমার কোনো অভিযোগ নেই। যা হয়েছিল সেটা যোগাযোগের অভাব। হৃদয় আমার ছোট ভাই, বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশনের কিছু নিয়মকানুন রয়েছে যা সে আমাকে বলেছে এবং সেটা আমি বুঝেছি। যেহেতু আপনাদের ফিল্ম ফেডারেশনের নিয়ম, তাই স্থানীয় সিনেমাটোগ্রাফারকে কৃতিত্ব দিতে হবে। আমার এতে কোনো আপত্তি নেই।’
উল্লেখ্য, বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন সিনেমা ‘বরবাদ’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, কলকাতার ইধিকা পাল, যিশু সেনগুপ্ত।