img

এবারের আইপিএলে এখন পর্যংন্ত দুই ম্যাচ খেলে সর্বোচ্চ ১৩ ছক্কা মেরেছেন নিকোলাস পুরান। প্রথম ম্যাচে ৭ ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ২৬ বলে ৭০ রান করার পথে মেরেছের আরো ৬ ছক্কা। তবে এমন ব্যাটিংয়ের পরও পুরানের দাবি, ছক্কা মারার পরিকল্পনা তার থাকে না। ব্যাট স্পিড নিয়েও নাকি বাড়তি কাজ করেন না।

সহজাত প্রতিভাই তাকে এগিয়ে রাখে। 

 

সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মনে করেন, ক্রিজে স্বচ্ছ মানসিকতা বজায় রাখাই তাকে বিশ্বের অন্যতম বড় হিটার হিসেবে অবস্থান বজায় রাখতে সাহায্য করছে। পুরান বলেছেন, ‘আমি প্লান করে ছক্কা মারি না।’

‘আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করি ভাল পজিশনে পৌঁছাতে এবং যদি সুযোগ থাকে, তাহলে বলটি ভালোভাবে টাইম করার চেষ্টা করি।

 গত ৯ বছরে আমি আমার দক্ষতা নিয়ে কাজ করছি। স্পষ্টতই, আমাকে পাওয়ারপ্লেতে উপরের দিকে ব্যাট করার সুযোগও দেওয়া হচ্ছে।’ 

 

‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন উইকেট ভালো থাকে তখন সুযোগ কাজে লাগানো। যখন সুযোগ আসে তখন দক্ষতা সম্পূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করি।’

 

পুরানের ব্যাটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার তার ব্যাট স্পিড। চাবুকের মতো ব্যাট চালিয়ে দেন তিনি পেস কিংবা স্পিনে। ২৯ বছর বয়সী ক্রিকেটার বললেন, এটা তার সহজাত প্রতিভা। এমন অসামান্য প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছেন, এর জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

‘আমি কখনো আমার ব্যাট স্পিডের ওপর কাজ করিনি, আমি শুধু অবিশ্বাস্য প্রতিভায় সৌভাগ্যশালী।

’ বলেছেন পুরান।

 

তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুশি যে আমি বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি এবং ক্রিকেট মাঠে সেই পরিশ্রমের পুরস্কার পাচ্ছি, পাশাপাশি আমার দলেকে জেতাতে পারছি।’

এই বিভাগের আরও খবর