ঈদে আসছে তরুণ সিংয়ের ১৫ গান

আসন্ন ঈদকে সামনে রেখে গীতিকার তরুণ সিংয়ের ১৫টি গান বিভিন্ন ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফরমে প্রকাশিত হবে। রোজা উপলক্ষে ‘আল্লাহ তুমি পাশে থেকো’ শিরোনামের একটি ইসলামী গানে সুর ও কণ্ঠ দেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী নোলক বাবু ও তার ছোট ছেলে আদিয়াত। গানটি নোলক বাবু অফিশিয়ালে প্রকাশিত হয়েছে।
জানা যায়, রিদোয়ান ফিল্মসের ব্যানারে ঈদে একক ও ডুয়েট মিলিয়ে মোট ৭টি গান রিলিজের অপেক্ষায়।
জি সিরিজে রিলিজ হবে শ্রাবন্তী সায়ন্তনীর কণ্ঠে না বলা কত কথা শিরোনামের গান। টি আর সিরিজে রিলিজ হবে হাফিজ খানের কণ্ঠে কালারে কালারে শিরোনামের গান। গান পত্র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মৌসুমী ইকবালের কণ্ঠে আমার মনে দাগা দিয়া শিরোনামের গান। সম্রাট মাল্টি মিডিয়াতে রিলিজ হবে নোলক বাবু ও বিলকিস আক্তারের কণ্ঠে একটি ডুয়েট গান।
রিদোয়ান ফিল্মস এর ৭টি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী তারেক সাঈদ, রাজু আহমেদ, আলম আরা মিনু, মঞ্জু সাহা, শবনম প্রিয়াংকা ও সুজানা রুপা। শিল্পী শায়লা রহমানের কণ্ঠে রিলিজ হবে একটি দেশের গান। তরুণ সিংয়ের নিজের কণ্ঠেও একটি জীবনমুখী গান আসবে ঈদ উপলক্ষে।
জানা যায়, প্রায় সব গুলো গানের সুরও করেছেন তরুণ সিং নিজেই।
গানগুলোর মিউজিক করেছেন রফিকুল আজাদ খোকন, ঋষিকেশ রকি ও সালমান শেখ। গানগুলোর ভিডিও ও এডিট করেছেন আলামিন ও হাবিবুর রহমান।