আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম।
আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার (৭ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা।
নিউরোসার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
ডা. নজরুল ইসলাম জানান, ‘অধ্যাপক আরেফিনের ব্লাড প্রেশার ঠিক আছে। ইতোমধ্যে তাকে রক্ত দেওয়া হয়েছে। তাতে প্লাটিলেট কাউন্ট ১ লাখের বেশি।
ইউরিন আউটপুট ঠিক আছে, হার্ট ভালো আছে। তবে ব্রেনের ফাংশন কিছুটা অবনতি হয়েছে।’
তিনি বলেন, ‘চোখের মণি ডায়ালেটেড হচ্ছে না (চোখে যখন আলো যায় তখন চোখের মণি সংকুচিত কিংবা প্রসারিত হচ্ছে না)। কোনও ধরনের রি-অ্যাকশন পাওয়া যাচ্ছে না।
একইসঙ্গে ব্রেনস্টেম রিফ্লেক্স অনুপস্থিত। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেনের অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া শুরু করতে পারেন।’
আজ শুক্রবার (৭ মার্চ) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ আরেফিন সিদ্দিক।
তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন।
অধ্যাপক সিদ্দিক ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৫ জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।