img

বড্ড কঠিন এক সময় পার করছেন পেপ গার্দিওলা। মাঠের খেলায় প্রিমিয়ার লিগে রাজত্ব হারানোর পথে ম্যানচেস্টার সিটির কোচ এবার সংসার হারিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে তার ৩০ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে।

ঠিক কি কারণে দুজনের এত বছরের সম্পর্কের ইতি হয়েছে তা অবশ্য জানা যায়নি।

 

তবে ধারণা করা হচ্ছে দূরত্বই গার্দিওলা-ক্রিস্টিনার বিচ্ছেদের কারণ হতে পারে। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইংল্যান্ডে থাকতে হচ্ছে গার্দিওলাকে। আর সর্বশেষ ৫ বছর ধরে তার স্ত্রী থাকতেন বার্সেলোনায়। পারিবারিক ফ্যাশন কোম্পিানিতে ছোট মেয়ে ভালেন্তিনাকে সহায়তা করার জন্যই স্পেনে যান ক্রিস্টিনা।

 

আর এতে গার্দিওলা-ক্রিস্টিনার দূরত্ব বাড়তে থাকে। যদিও ছুটির সময় দুজনের এই সময়ের মধ্যে বহুবার একসঙ্গে দেখা গেছে। তবে দূরত্বটা যেন খুব একটা ঘুচাতে পারেনি। তাই গত ডিসেম্বরেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্পোর্ত।

 

তাদের এই সিদ্ধান্ত হাতে গোনা কয়েকজন জানেন, যারা বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্য। তাদের বিষয়টি বাইরে প্রকাশ না করার অনুরোধ করা হয়েছিল। তবে গোপন কথা আর গোপন থাকেনি। কোনো না কোনোভাবে প্রকাশ্যে এসেছে।

 

গার্দিওলা-ক্রিস্টিনার পথচলা শুরু হয় ১৯৯৪ সালে।

 

পরে ২০১৪ সালে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক বার্সেলোনা কোচ। এই দম্পতির তিন সন্তান আছে। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ের নাম মারিয়া। ছেলে মারিয়াস। আর ছোট মেয়ে ভালেন্তিনা।

 

এই বিভাগের আরও খবর