img

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এই সময়ে রোগটিতে মৃত্যু হয়ে আরো চার জনের। 

রবিবার (০৬ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ৬ অক্টোবর সর্বোচ্চ ১ হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

নতুন রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৬০৩ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৮১২, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এক হাজার ৭৯১ জন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯০ জনে। এদের মধ্যে মারা গেছেন ১৮৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মৃত ১৮৬ জনের মধ্যে ৫০ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে চলতি বছর সবচেয়ে বেশি ৮ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসি) বিভিন্ন হাসপাতালে। মৃত্যু হয়েছে ৯৯ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আক্রান্ত ৭ হাজার ৩৫২ ও মৃত্যু ২৬ জনের। এরপর ৭ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে। মৃত্যু ২১ জনের।

এই বিভাগের আরও খবর