reza | 12 September, 2024
ভারতে মাংকি পক্স শনাক্ত
এবার ভারতেও এমপক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাকিস্তানে বেশ কিছুদিন আগেই শনাক্ত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত উদ্বেগজনক রোগ এমপক্স।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হরিয়ানা রাজ্যের হিসার অঞ্চলের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার বয়স ২৬ বছর। তিনি এমপক্সের ধরন ক্লেড টুতে আক্রান্ত। তাকে রাজধানী নয়াদিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার বিদেশ থেকে ভারতে ফিরেছেন ওই ব্যক্তি। তবে তিনি কোন দেশে ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়। এরই মধ্যে তার শরীরে এমপক্সের যাবতীয় লক্ষণ ফুটে উঠেছে। তিনিই ভারতের প্রথম এমপক্স আক্রান্ত ব্যক্তি।
সূত্র : দ্য হিন্দু