img

সিঙ্গাপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় সিঙ্গপুরে নামেন তিনি। এ সময় তাকে সেখানে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় নেতারা। 

এর আগে গতকাল রবিবার রাত ১১টা ৫৫ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন, সঙ্গে তার স্ত্রীও আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। চিকিৎসকের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত শিডিউল আছে।

এর আগে গত মার্চে কারামুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর